বিসমিল্লাহির রাহমানির রাহিম

মিলন মেলা এবং সাংস্কৃতিক সন্ধ্যা

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ।
গত ৩১ অক্টোবর রোজ রবিবার বৃহত্তর নোয়াখালী সমিতি অস্ট্রিয়া কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে । ভিয়েনায় বসবাসরত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের লোকজনের উপস্থিতিতে দিনটি ছিল মুখরিত । সমিতির সাধারণ সম্পাদক মোঃ সুমন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি শফিকুর রহমান মাসুদ । এছাড়াও বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা জনাব মনোয়ার পারভেজ, শফিকুর রহমান বাবুল এবং আবুল কালাম ।

দুপুরের প্রীতিভোজ শেষে সমিতির সহকারি সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের এর সার্বিক তত্ত্বাবধানে এবং ভিয়েনার অতি পরিচিত ব্যক্তিত্ত্ব নোয়াখালীর মেয়ে ফারাহ দিবার সঞ্চালনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিয়েনার বিভিন্ন শিল্পী গান গেয়ে অনুষ্ঠানটিকে মুখরিত করে তোলে ।

উক্ত মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সম্মাননা প্রদান—

উক্ত সম্মাননা প্রদান মঞ্চে উপস্থিত ছিলেন সমিতির সকল নেতৃবৃন্দ এছাড়াও আমাদের নোয়াখালীর উপস্থিত ভাবীরা আমাদের সাধারণ সম্পাদকের ডাকে সাড়া দিয়ে মঞ্চে এসে শিল্পীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে যে সব শিল্পীরা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে সমিতির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

এই বছর বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এ অংশগ্রহণকারী দল “নোয়াখালী কিংস”এর সকল খেলোয়াড় কে বৃহত্তর নোয়াখালী সমিতির পক্ষ হতে পদক দিয়ে সম্মানিত করা হয়। যেসব খেলোয়াড় উপস্থিত ছিলেন না তাদের পদকগুলো অধিনায়ক নাসির এবং সমিতির সহ-সভাপতি এবং অন্যতম খেলোয়াড় সাইফ আহমেদ চৌধুরি কে বুঝিয়ে দেয়া হয়।

বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান এবং ‘বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার’ অন্যতম খেলোয়ার ইকবাল হোসেনকে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার হয়ে অস্ট্রিয়ান জাতীয় ক্রিকেট লীগে ও অস্ট্রিয়ার জাতীয় দলের হয়ে প্রথম বাংলাদেশি হিসেবে খেলায় সুযোগ পাওয়ায় এবং প্রথম বছরেই ইউরোপিন ক্রিকেট লীগে অসামান্য পারফরম্যান্সের জন্য বৃহত্তর নোয়াখালী সমিতির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় ।

অস্ট্রিয়ার জাতীয় লিগে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার দুর্দান্ত পারফরম্যান্স এর মাধ্যমে এই বছর অস্ট্রিয়ার জাতীয় ক্রিকেট লিগের রানারআপ হওয়ার গৌরব অর্জন এবং বাংলাদেশকে অস্ট্রিয়া
এবং ইউরোপের বিভিন্ন দেশে রিপ্রেজেন্ট করার জন্য ‘বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া’ কে বিশেষ সম্মাননা প্রদান করা হয় । সম্মাননা গ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সম্মানিত সভাপতি জনাব জাফর ইকবাল বাবলু ।

যে সকল শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকে বৃহত্তর নোয়াখালীর সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বৃহত্তর নোয়াখালীর যারা আমাদের ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করেছেন এবং আমাদেরকে আনন্দ দিয়েছেন আশা করছি ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের আনন্দ দিবেন ।

আহ্বায়ক কমিটি এবং সমিতির সকল কর্মকর্তা যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সফল হয়েছে সবার কাছে বৃহত্তর নোয়াখালী সমিতি আন্তরিকভাবে কৃতজ্ঞ ।

Related posts